যোগাযোগ মাধ্যম:
১। ঢাকা হতে যে কোন দুরপাল্লার পরিবহন ব্যবস্থার মাধ্যমে বেড়া আসা যায়।
২। পাবনা শহর হতে বাস/মাইক্রা/সিএনজি যোগে বেড়া আসা যায়।
সময় সূচি:
১। পাবনা থেকে প্রতি ১৫.০০ মিনিট পর পর বেড়া গামী বাস ছাড়ে।
২। ঢাকা থেকে প্রতি ৩০.০০ পর পর বেড়া গামী বাস ছাড়ে।
৩। ঢাকা-বেড়া চলাচলকৃত গাড়ীর গুলোর মধ্যে রয়েছে।
আলহামরা পরিবহন, পাবনা এক্সপ্রেস, শ্যামলী, সরকার ট্রেভেলস, রাজা বাদশা ইত্যাদি গাড়ী পাওয়া যায়।
৪। পুলিশ লাইন হতে সিএনজি যোগে-সকাল ৮.০০ ঘটিকা হতে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS