বেড়া পৌরসভা
বেড়া পৌরসভা প্রতষ্ঠা হয় ১৯৮৮ সালে। পৌরসভাটি ‘গ’ শ্রেণীতে উন্নীত হয় ১৭-০৪-১৯৮৮ তারিখে । ‘খ’ শ্রেণীতে উন্নীত হয় ২৮-১০-১৯৯৯ তারিখে এবং ‘ক’ শ্রেণীতে উন্নীত হয় ২১-১১-২০০৪ তারিখে । এর আয়তন ২০.৫০বর্গকিলোমিটার ৯ টি ওয়র্ডের ৩২ মহল্লাতে মোট জনসংখ্যা ৫৩৭৫২ জন। পৌরসভায় ৫টি কলেজ , ৫টি মাধ্যমিক বিদ্যালয় , ৫টি মাদ্রাসা , ১৬ টি প্রথমিক বিদ্যালয়, ১০ টি কিন্ডারগার্টেন রয়েছে। ২০ টি মৌজায় পাকা রাস্তার পরিমান ৬০ কিমি এবং কাচা রাস্তার পসিমান ১০ কিমি। পয় নিস্কাশনের জন্য ৬ কিমি ড্রেনেজ লাইন রয়েছে । ১টি পৌর মার্কেট ৫ টি গ্রোথ সেন্টার , ১০টি কবরস্থান, ১টি শশ্মান ঘাট সম্বলিত এই উপজেলাতে হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতি উল্লেখ করার মত। নদীতীরের নীচু এলাকা হওয়া সত্তেও পৌরসভা তাদের সেবাদানের ব্রত নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের মধ্যে দিয়ে জনগনের সুখদুঃখ লাঘবে কাজ করে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস