বেড়া উপজেলায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন রয়েছে। বেড়া পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা। বেড়া উপজেলাটি উত্তর-দক্ষিনে লমবা এবং বেড়া হেডকোয়াটার ও বেড়া থানা উপজেলার এক প্রান্তে হওয়ায় দুরতম প্রান্তে পৌছাতে অনেক সময় দরকার হয়। বেড়া থানাটি বেড়া পৌরসভার মধ্যে হলেও জাতসাখিনী ইউনিয়নের আমিনপুরে একটি পুলিশ তদন্ত কেন্দ্র, নগরবাড়ি এবং ঢালারচরে পুলিশ ক্যাম্প রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস