এতদ্বারা সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার ১১ মার্চ ২০১৫ খ্রিৰ তারিখের ৪৬.০৬৩.০৩৪.০০.০০১.২০১৫-৪০০ নং পত্রের প্রেক্ষিতে পাবনা জেলাধীন বেড়া পৌরসভার সীমানা নির্ধারণের লক্ষে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১৫ ধারা মতে ক্ষমতা প্রাপ্ত হয়ে একই আইনের ১৩ ও ১৬ ধারা অনুযায়ী নিম্নোক্ত রূপে বিদ্যমান এলাকাসহ সম্প্রসারিত এলাকা নিয়ে ওর্য়াড পুনগঠন করা হলো।
ছক ক ও খ সংযুক্ত ৰ
উপর্যুক্ত পুনগঠিত এলাকা নিয়ে কোন ব্যক্তিনর আপত্তি বা পরামর্শ থাকলে আগামী ১৫ দিনের মধ্যে )০১/০৭/২০১৫ খ্রি: তারিখ পর্যন্ত) উপজেলা নির্বাহী অফিসার বেড়া পাবনা বরাবর সরাসরি লিখিতভাবে দাখিল করার জন্য বলা হলো
(মো: মিজানুর রহমান)
উপজেলা নির্বাহী অফিসার
বেড়া, পাবনা
ও
সীমানা নির্ধারণ কর্মকর্তা
বেড়া পৌরসভা, বেড়া, পাবনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস